প্রকাশিত: Mon, Feb 27, 2023 2:32 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:43 PM

বিনা সার্জারিতে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়া

সালেহ্ বিপ্লব: ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনির (ইউটিএস) একদল গবেষক একটি নতুন ডিভাইস তৈরি করেছেন যা রক্তের নমুনা থেকে ক্যান্সার কোষ শনাক্ত এবং বিশ্লেষণ করতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করলে বায়োপসি সার্জারির আর প্রয়োজন পড়বে না। চিকিৎসার অগ্রগতি নিরীক্ষণ করতেও সক্ষম এই ডিভাইস। ক্যানবেরা টাইমস, বাসস

অস্ট্রেলিয়ায় মৃত্যুর একটি প্রধান কারণ ক্যান্সার। প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ মারণব্যধি ক্যান্সারে আক্রান্ত হন। প্রচলিত চিকিৎসায় লিভার, কোলন বা কিডনির মতো অঙ্গে ক্যান্সার আছে কি না জানার জন্যে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

ইউটিএস স্কুল অফ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক মজিদ ওয়ারকিয়ানি বলেন, বায়োপসি করতে গেলে রোগীরা অস্বস্তি বোধ করেন। খরচটাও মোটা অংকের।  খরচের কারণে জটিলতার ঝুঁকি বাড়ায়। তবে যথাযথ চিকিৎসার জন্য সঠিক ক্যান্সার নির্ণয় গুরুত্বপূর্ণ।

অধ্যাপক মজিদ বলেন, রক্তের নমুনায় টিউমার কোষের মূল্যায়নের মাধ্যমে ক্যান্সার সৃষ্টিকারী টিস্যু বায়োপসি করার চেয়ে এই প্রযুক্তি অনেক সহনীয়। ডাক্তাররা বার বার পরীক্ষা করতে পারেন, যেটা বায়োপসির ক্ষেত্রে সম্ভব নয়। স্ট্যাটিক ড্রপলেট মাইক্রোফ্লুইডিক ডিভাইসটি দ্রুত সঞ্চালিত টিউমার কোষ শনাক্ত করতে সক্ষম। এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়া টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত প্রবাহে প্রবেশ করে। ডিভাইসটি সাধারণ রক্তের কোষ থেকে টিউমার কোষকে আলাদা করতে ক্যান্সারের একটি বিপাকীয় স্বাক্ষর ব্যবহার করে।

অধ্যাপক মজিদ সোমবার এক বিবৃতিতে জানান, ১৯২০ এর দশকে অটো ওয়ারবার্গ আবিষ্কার করেছিলেন যে, ক্যান্সার কোষগুলো প্রচুর গ্লুকোজ গ্রহণ করে এবং এর ফলে আরও ল্যাকটেট উৎপাদন করে। আমাদের ডিভাইস পিএইচ সংবেদনশীল ফ্লুরোসেন্ট রঞ্জক ব্যবহার করে বর্ধিত ল্যাকটেটের জন্য একক কোষ নিরীক্ষণ করে যা কোষের চারপাশে অ্যাসিডিফিকেশন শনাক্ত করে।

বিদ্যমান তরল বায়োপসি প্রযুক্তিগুলো সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং দক্ষ অপারেটরদের উপর নির্ভর করে। নতুন প্রযুক্তিটি দামী সরঞ্জাম এবং প্রশিক্ষিত অপারেটরদের উপর নির্ভর করবে না। এটি ডাক্তারদের একটি ব্যবহারিক এবং সাশ্রয়ী পদ্ধতিতে ক্যান্সার রোগ নির্ণয় ও পর্যবেক্ষণ করতে সক্ষম করবে। সম্পাদনা: খালিদ আহমেদ